Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি ভাবে সেবা পাবেন

গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার

জাতীয় মহিলা সংস্থা

মণিরামপুর উপজেলা,যশোর।

ইমেল-jms.manirampur@gmail.com

ওয়েবসাইট-jms.manirampur.jessore.gov.bd

সেবা প্রদান প্রতিশ্রুতি(Citizen’Cahrter)

১। ভিশন ও মিশন

*রুপকল্প:(vision) জেন্ডার সমতাভিত্তিক সমাজ ও সুরক্ষিত নারী ।

*অভিলক্ষ্য: (misson ): নারীর ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্টা ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরন।

২.প্রতিশ্রুতি সেবা

ক্রম নং

সেবার নাম

সেবা দানের পদ্ধতি

 

 

প্রয়োজনীয় কাগজ পত্র এবং প্রাপ্তি স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পদবি

০১

বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান

 দর্জিবিজ্ঞান

(সেলাই ও  এমব্রয়ডারী)প্রশিক্ষণ।

 

বৃত্তিমূলক ও ব্যবহারিক পরীক্ষার মাধমে দেশের বেকার ও দুঃস্থ মহিলাদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে আত্ন-কমসংস্থান ও আয়র্বধক কর্মকান্ডে সম্পৃক্ত করা।

০৪ মাস মেয়াদী কোর্স । প্রতি ব্যাচে ২ শিফটে ৩০ জন্ ।

 

  প্রাপ্তিস্থান: আবেদন ফরম, জাতীয় মহিলা সংস্থার কেন্দ্র,উপজেলা কার্যালয় হতে সংগ্রহ করা যাবে এবং সংস্থার ওয়েবসাইট-www.jms.gov.bd/down load করা যাবে।

ক) ০২কপি পার্সপোট সাইজের ছবি

খ)জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি

গ)শিক্ষাগত যোগ্যতার যে কোন ১টি ফটোকপি

বিনামূল্যে সেবা দেওয়া হয়।

১৫-৩০ দিনের মধ্য

 ( দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)

মোবা-০১৭২৫-৫৮৮৪২৬

ফোন-০২৪৭৭৭৬৯০৩১

০২

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা সহযোগিতা প্রদান।

 

১। স্বকম সহায়ক ঋণ কার্যক্রম

( মাননীয় প্রধানমন্ত্রীর বিশেয় তহবিল হতে প্রাপ্ত অথ দ্বারা পরিচালিত , সার্ভিস চার্জ ১০% এককভাবে ৫০০০/- এবং দলগত ভাবে ২০,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়্

 

প্রাপ্তিস্থান: আবেদন ফরম, জাতীয় মহিলা সংস্থার কেন্দ্র,উপজেলা কার্যালয় হতে সংগ্রহ করা যাবে এবং সংস্থার ওয়েবসাইট-www.jms.gov.bd/down load করা যাবে।

ক) ০২কপি পার্সপোট সাইজের ছবি

খ)জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি

গ)জামিনদারের অঙ্গীকারনামা

ঘ)ব্যাংক হিসাব নং জমা দিতে হবে।

গৃহীত ঋণের বিপরীতে ৫% সার্ভিস চার্জ নেয়া হয়।

৪০ কার্যদিবসের মধ্যে

 

 

 

 

 

 

 

 

 ( দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)

ফোন-০২৪৭৭৭৬৯০৩১

 

বিকল্প কর্মকর্তা

জনাব-মো: কবির হোসেন

ফোন-০২৪৭৭৭৬৯০৩১

জনাব-মো: সামছুর রহমান

ফোন-০২৪৭৭৭৬৯০৩১

২। মহিলাদের আত্ন-কমসংস্থানের লক্ষ্য ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ সার্ভিস  ৫%, একক ভাবে ৫,০০০/- টাকা এবং দলগতভাবে ১৫০০০/-টাকা ঋণ দেয়া হয়

০৩

আইনগত সহয়তা প্রদান

নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহয়তা কমিটির মাধ্যমে সহয়তা দেয়া হয়।

প্রাপ্তিস্থান: আবেদন ফরম, জাতীয় মহিলা সংস্থার কেন্দ্র,উপজেলা কার্যালয় হতে সংগ্রহ করা যাবে এবং সংস্থার ওয়েবসাইট-www.jms.gov.bd/down load করা যাবে।

আবেদনকারীর সাথে কাবীন নামার ফটোকপি সংযুক্ত করবেন।

 

আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা,উপজেলা   কার্যালয়।

বিনামূল্যে

 

 ( দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)

মোবা-০১৭২৫-৫৮৮৪২৬

ফোন-০২৪৭৭৭৬৯০৩১

 

০৪

সচেতনতা মূলক কর্মসূচি

উঠান বৈঠক

নারী নির্যাতন, নারী ও শিশু পাচার ,যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি।

আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, উপজেলা   কার্যালয়,মণিরামপুর।

বিনামূল্যে

৪মাস অন্তর

 ( দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)

মোবা-০১৭২৫-৫৮৮৪২৬

ফোন-০২৪৭৭৭৬৯০৩১

২.১ নাগরিক সেবা